উইকি জবস হলো উইকিজানা ব্লগের অঙ্গ মাধ্যম। আমরা দেখতে পেয়েছি, চাকরী প্রত্যাশীদের চাকরি গুলো খোজ করার বিভিন্ন সমস্যা নিয়ে। চাকুরির খবর প্রকাশ করার সোর্সের অভাব নাই। তবে সমস্যা হলো, সব প্লাটফর্মে সকল খবর পাওয়া যায়না, যার কারণে আমাদের অনেক খবর আমরা জানতেই পারিনা। হারিয়ে ফেলি স্বপ্নের চাকরির ঠিকানা।
আমরা চাই এই সমস্যাটা সমাধান করতে, যা চাকরী প্রত্যাশীদের অনেক বেশি কাজে আসবে বলে আমরা মনে করি। তবে সমস্যাটা সমাধান করা সহজ না। আমরা চেস্টা করতে চাই আপনাদেরই সাথে নিয়ে। আমরা বিশেষ কিছু মাধ্যমে এই সমস্যা সমাধানের চেস্টা করবো।
আমরা যেসকল সমস্যা পেয়েছি, তার মধ্যে সব কয়টি সমস্যার সমাধানের চেস্টা করাই আমাদের লক্ষ্য।
আমরা বুঝতে পেরেছি যে, চাকরি প্রত্যাশিরা যে সকল সমস্যার কারণে পছন্দের চাকরি খোঁজ করে পাইনা, তারমধ্যে উল্লেখযোগ্য বিষয় সমূহ। আমরা চাই, সঠিক চাকরির জন্য সঠিক প্রার্থী সঠিক খবরটি খুঁজে পাবে। না জানতে পারার জন্য অনেকের যোগ্যতা থাকা সত্বেও ভুল চাকরিতে যোগ দিতে হয়। যা দেশের উন্নয়নে বাধা তৈরি হয়।
Would you like to enable notifications for updates?