আমাদের সম্পর্কে

উইকি জবস হলো উইকিজানা ব্লগের অঙ্গ মাধ্যম। আমরা দেখতে পেয়েছি, চাকরী প্রত্যাশীদের চাকরি গুলো খোজ করার বিভিন্ন সমস্যা নিয়ে। চাকুরির খবর প্রকাশ করার সোর্সের অভাব নাই। তবে সমস্যা হলো, সব প্লাটফর্মে সকল খবর পাওয়া যায়না, যার কারণে আমাদের অনেক খবর আমরা জানতেই পারিনা। হারিয়ে ফেলি স্বপ্নের চাকরির ঠিকানা। 

আমরা চাই এই সমস্যাটা সমাধান করতে, যা চাকরী প্রত্যাশীদের অনেক বেশি কাজে আসবে বলে আমরা মনে করি। তবে সমস্যাটা সমাধান করা সহজ না। আমরা চেস্টা করতে চাই আপনাদেরই সাথে নিয়ে। আমরা বিশেষ কিছু মাধ্যমে এই সমস্যা সমাধানের চেস্টা করবো।

কি কি সমস্যা আমরা খুঁজে পেয়েছি

আমরা যেসকল সমস্যা পেয়েছি, তার মধ্যে সব কয়টি সমস্যার সমাধানের চেস্টা করাই আমাদের লক্ষ্য।

  • বিভিন্ন প্লাটফরমে বিভিন্ন চাকরির খবর প্রকাশের কারণে আমরা চাকরী প্রত্যাশিরা অনেক চাকরীর খবর জানতেই পারিনা।
  • সব জায়গায় চাকরির খবর খোঁজ করতে করতে অনেক সময় নস্ট হয়, যার কারণে আমাদের দক্ষতা উন্নয়নে বাধা তৈরি হয়।
  • সুন্দর ফিল্টার সিস্টেম না পাওয়ার কারণে পছন্দ মতো চাকরি খোঁজ করা কঠিন হয়ে যায়।
  • চাকরি খোঁজ করতে করতে বিভিন্ন পত্রিকার ট্রেন্ডিং খবরে চোখ আটকে গিয়ে ফোকাস পরিবর্তন হয়ে যায়।
  • এতগুলো ওয়েবসাইট সংরক্ষন করে প্রতিনিয়ত চাকরির খোঁজ করা সম্ভব হয়না।
  • পছন্দের চাকরির সময় চলে গেলেও টের পাইনা।
  • অনেক সময় বিভিন্ন চাকরির আবেদন করতে করতে বেকার অবস্থায় হাতে যথেষ্ট পরিমান টাকা থাকেনা।

উইকিজবস যেভাবে কাজ করে

আমরা বুঝতে পেরেছি যে, চাকরি প্রত্যাশিরা যে সকল সমস্যার কারণে পছন্দের চাকরি খোঁজ করে পাইনা, তারমধ্যে উল্লেখযোগ্য বিষয় সমূহ। আমরা চাই, সঠিক চাকরির জন্য সঠিক প্রার্থী সঠিক খবরটি খুঁজে পাবে। না জানতে পারার জন্য অনেকের যোগ্যতা থাকা সত্বেও ভুল চাকরিতে যোগ দিতে হয়। যা দেশের উন্নয়নে বাধা তৈরি হয়। 

  • গুরুত্বপূর্ণ চাকরির খবর গুলো প্রকাশের পরেই সকল খবর এক প্লাটফরমে সংযুক্ত আমার আসল লক্ষ্য।
  • যতটা সম্ভব ফিল্টার সিস্টেম উন্নত করার চেস্টা অব্যহত থাকবে। যার কারণে খুব দ্রুত নির্দিষ্ট ও পছন্দের চাকরি খোঁজ করা সম্ভব হবে। সময় নস্টও হবেনা
  • বিভিন্ন ট্রেন্ডিং নিউজে চোখ আটকে গিয়ে, মনযোগ হারাতে হবেনা, কারন এখানে শুধুই চাকরি সংক্রান্ত পোস্ট করা হবে।
  • চাকরির খবরের বিভিন্ন প্লাটফরমে খোঁজ না নিয়েই সকল খবর এক জায়গায় পাবেন।
  • পছন্দের চাকরি সিলেক্ট করে রাখলে ওই বিষয় আপনাকে আপডেট জানানো হবে। রিমাইন্ডার দেওয়া হবে। ভুলে যাওয়ার ভয় থাকবেনা  ( ফিচার উন্নয়ন চলমান )
  • বেকার অবস্থায় চাকরির খোঁজে অনেক টাকা খরচ হয়, তা থেকে পরিত্রান পেতে, চাকরি খুঁজতে খুঁজতেই যদি টাকা ইনকাম করতে পারবেন।
  • চাকরির খবর খোঁজ করতে করতে ইনকাম করার উপায় জানতে এখানে ক্লিক করুন।